বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(80:1) সে ভ্রূকুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল। (80:2) কারণ, তার কাছে এসেছিল অন্ধ মানুষটা। (80:3) কিন্তু, তোমাকে কী জানাবে, হয়তো সে (অন্ধ মানুষটা) নিজেকে শুদ্ধ করতে চেয়েছিল, (80:4) অথবা, সে স্মরণ করত আর অনুস্মরণটা উপকার হত? (80:5) আর তার ক্ষেত্রে -- যে ব্যক্তি নিজেকে প্রয়োজন-মুক্ত ভাবে, (80:6) তুমি তার প্রতি মনোযোগ দেখাচ্ছ। (80:7) এবং নেই তোমার উপর (কোন দোষ), যদি সে নিজেকে শুদ্ধ না করে। (80:8) আর তার ক্ষেত্রে -- যে ব্যক্তি তোমার কাছে এসেছিল কষ্ট করে [করিয়া], (80:9) এই অবস্থায় যে সে ভয় করে (আল্লাহকে)। (80:10) কিন্তু তুমি তাকে অবহেলা করলে। (80:11) মোটেই না! প্রকৃতপক্ষে এগুলো (আয়াতগুলো) একটি স্মরণীয় বার্তা (উপদেশবানী)। (80:12) তাই, যে ইচ্ছা করবে সে যেন এটা স্মরণ রাখে। (80:13) সম্মানিত পত্রসমূহের মধ্যে, (80:14) উচ্চ, পবিত্র; (80:15) লেখকদের (ফেরেশতাদের) হাতে, (80:16) (যারা) সম্মানিত, কর্তব্যনিষ্ঠ। (80:17) ধ্বংস হয়েছে মানুষ, সে কত অকৃতজ্ঞ (অবিশ্বাসি)! (80:18) কি (তুচ্ছ) জিনিস থেকে তিনি তাকে সৃষ্টি করেছেন? (80:19) তিনি তাকে সৃষ্টি করেছেন একটি বীর্যের ফোঁটা থেকে, তারপর তাকে সুসমঞ্জস করেছেন; (80:20) তারপর, তিনি সহজ করেছেন তার জন্য, তার পথ;