বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(82:1) যখন আকাশ বিদীর্ণ হবে, (82:2) আর যখন নক্ষত্রগুলো বিক্ষিপ্ত হবে, (82:3) আর যখন সমুদ্রগুলো বিস্ফোরণ হবে, (82:4) আর যখন কবরগুলো বিক্ষিপ্ত হবে, (82:5) জানতে পারবে প্রত্যেক আত্মা, কী সে অগ্রে প্রেরণ করেছে আর (কী) পশ্চাতে ছেড়ে এসেছে, (82:6) হে মানব! তোমার মহামহিম পালনকর্তার সম্বন্ধে, কী (বা কে) তোমাকে ধোঁকা দিল। (82:7) যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তারপর সুঠাম করেছেন, তারপর সামঞ্জস্যপূর্ণ করেছেন, (82:8) সেই আকৃতিতে তোমাকে গঠন করেছেন, যা তিনি চেয়েছেন। (82:9) না! বরং, তোমরা অস্বীকার করছ বিচারকে। (82:10) এবং প্রকৃতপক্ষে তোমাদের উপর, নিশ্চয় তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে -- (82:11) (তারা) সম্মানিত লেখকবৃন্দ। (82:12) তারা জানে তোমরা যা কর। (82:13) নিশ্চয় (আর) অবশ্যই সৎকর্মশীলগণ হবে আনন্দের মাঝে। (82:14) এবং নিশ্চয় (আর) অবশ্যই দুর্নীতিপরায়ণরা হবে ভয়ংকর আগুনে। (82:15) তারা আগুনে পুড়বে এতে (জাহান্নামে), শেষবিচারের দিনে। (82:16) এবং তারা এটা থেকে অনুপস্থিত থাকবে না। (82:17) এবং কি তোমাকে জানতে দেবে, শেষবিচারের দিনটা কী? (82:18) আবার (বলছি), কি তোমাকে জানতে দেবে, শেষবিচারের দিনটা কী? (82:19) সেদিন, একজন অন্য জনের জন্য কিছু করতে পারবে না, এবং কর্তৃত্ব সেদিন আল্লাহ্রই।