বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(84:1) যখন আকাশ খন্ডবিখন্ড হবে; (84:2) এবং তার পালনকর্তার আদেশ পালন করবে, এবং দায়বদ্ধ হবে; (84:3) আর যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে; (84:4) এবং যা-কিছু এটাতে (পৃথিবীতে) রয়েছে তা সে বাইরে নিক্ষেপ করবে এবং খালি হয়ে যাবে; (84:5) এবং সে তার পালনকর্তার আদেশ পালন করবে এবং দায়বদ্ধ হবে। (84:6) হে মানবজাতি! প্রকৃতপক্ষে, তুমি প্রচেষ্টার সঙ্গে প্রচেষ্টা কর তোমার পালনকর্তার প্রতি, অতঃপর তাঁর সাক্ষাৎ পাবে। (84:7) আর তার ক্ষেত্রে, যে ব্যক্তিকে তার হিসাবের পুস্তক তার ডান হাতে দেওয়া হবে, (84:8) তাড়াতাড়ি তার হিসেব নেওয়া হবে, এক সহজ হিসাব-নিকাশ; (84:9) এবং সে আনন্দিত হয়ে ফিরে যাবে তার পরিবার-পরিজনের কাছে। (84:10) আর তার ক্ষেত্রে, যে ব্যক্তিকে তার হিসাবের পুস্তক তার পিঠের পিছনে দেওয়া হবে; (84:11) তখন তাড়াতাড়ি সে ডাকবে (তার) ধ্বংস, (84:12) এবং সে জ্বলন্ত আগুনে পুড়বে। (84:13) নিশ্চয় সে (আগে) আনন্দিত ছিল, তার পরিবার-পরিজনের মধ্যে। (84:14) নিশ্চয় সে ভেবেছিল যে, সে কখনো ফিরে আসবে না (আল্লাহর কাছে)। (84:15) কেন আসবে না, নিঃসন্দেহ তার পালনকর্তা (সব সময়ে) তার প্রতি নজর রেখেছেন। (84:16) কিন্তু না! আমি শপথ করছি, গোধূলির লাল আভার; (84:17) আর (শপথ করছি) রাত্রির এবং যেটা (অন্ধকারে) আচ্ছন্ন করে; (84:18) এবং চন্দ্রের (শপথ) যখন সেটা পূর্ণরূপ ধারন করে -- (84:19) নিশ্চয় তোমরা এক স্তর থেকে অন্য স্তরে আরোহণ করবে। (84:20) সুতরাং, কী হয়েছে তাদের যে তারা ঈমান আনে না (বিশ্বাস করে না)?