বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(85:1) শপথ নক্ষত্রপুঞ্জ ধারণকারী আকাশের, (85:2) এবং (শপথ) প্রতিশ্রুত দিনের, (85:3) এবং (শপথ) সাক্ষীদাতার আর যাতে সাক্ষী দেওয়া হয়। (85:4) ধ্বংসপ্রাপ্ত হয়েছে গর্তের সাথীরা, (85:5) (যে গর্তে ছিল) জ্বালানি দ্রব্য ভর্তি আগুন; (85:6) যখন তারা তার (কিনারার) উপর বসেছিল, (85:7) এবং তারা যা (অত্যাচার) করেছিল মুমিনদের [বিশ্বাসীদের] উপর, তাতে তারাই সাক্ষী আছে। (85:8) এবং তারা তাদের উপর ক্ষুব্ধ ছিল না, শুধু এই ছাড়া যে তারা পরমপ্রশংসিত মহাশক্তিশালী আল্লাহর প্রতি বিশ্বাস করত - (85:9) যাঁর অধিকারে রয়েছে আসমানের এবং পৃথিবীর রাজত্ব; আর আল্লাহ সব-কিছু বিষয়ের উপর সাক্ষী আছেন। (85:10) প্রকৃতপক্ষে, যারা নির্যাতন করে মুমিন পুরুষদেরকে আর মুমিন নারীদেরকে, তারপর তারা তওবা [অনুশোচনা] করে না, তাই তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি আর তাদের জন্য আছে জ্বলন্ত আগুনের শাস্তি। (85:11) প্রকৃতপক্ষে, যারা বিশ্বাস করে এবং সৎকর্ম করে তাদের জন্য (রয়েছে) জান্নাত - যাদের নীচে থেকে বয়ে চলেছে নদীসমুহ। সেটাই (হল) বিশাল সাফল্য। (85:12) প্রকৃতপক্ষে, তোমার পালনকর্তার পাকড়াও বড়ই কঠিন। (85:13) প্রকৃতপক্ষে তিনিই সৃষ্টি শুরু করেন এবং পুনরাবৃত্তি করেন। (85:14) আর তিনি অতীব ক্ষমাশীল, অতীব প্রেমময়। (85:15) মহিমান্বিত সিংহাসনের (আরশের) অধিকারী। (85:16) তিনি যা চাহেন তাই করেন। (85:17) সৈন্যবাহিনীর সংবাদ তোমার কাছে এসেছে কি? (85:18) ফেরাউনের এবং থামুদের? (85:19) না, বরং! যারা অবিশ্বাস করা, তারা মিথ্যারোপে রত আছে। (85:20) কিন্তু আল্লাহ তাদের পেছন থেকে ঘেরাও করে রয়েছেন।