বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(86:1) শপথ আকাশের এবং (শপথ) তারিক্ক-টির। (86:2) কিন্তু কি তোমাকে জানতে দেবে, সেই তারিক্ক-টি কী? (86:3) (এটা) এক ভেদনকারী নক্ষত্র। (86:4) এমন কোনো আত্মা নাই, যার উপরে একটি তত্ত্বাবধায়ক নাই। (86:5) তাই মানুষকে দেখতে দাও, কি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে! (86:6) তাকে সৃষ্টি করা হয়েছে, সবেগে স্খলিত পানি থেকে। (86:7) (যা) নির্গত হয় মেরুদন্ড এবং বুকের পাঁজরের মধ্যে থেকে। (86:8) নিশ্চয় তিনি তার ফিরে আসার উপর অবশ্যই ক্ষমতাবান। (86:9) সেইদিন পরীক্ষা করা হবে, সব গোপন বিষয়াদির। (86:10) তখন না তার (থাকবে) কোনো ক্ষমতা এবং না কোন সাহায্যকারী। (86:11) শপথ প্রত্যাবর্তনকারী আকাশের। (86:12) এবং (শপথ) বিদীর্ণ হওয়া পৃথিবীর। (86:13) প্রকৃতপক্ষে, এটা নিশ্চয় একটি নির্ণায়ক বাণী; (86:14) এবং এটা একটা তামাশা নয়। (86:15) নিশ্চয় তারা একটি চালের মত চাল চালছে। (86:16) কিন্তু আমিও (আল্লাহ) একটি ভালমত পরিকল্পনা করছি। (86:17) সুতরাং কাফেরদেরকে অবকাশ দাও; তাদেরকে অবকাশ দাও একটু [কিছু দিনের জন্যে]।