বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(87:1) সর্বোচ্চতা ঘোষণা করো, তোমার সর্ব-উচ্চ পালনকর্তার নামের। (87:2) যিনি সৃষ্টি করেছেন, তারপর সমানুপাত করেছেন। (87:3) এবং যিনি সুপরিমিত করেছেন, তারপর পথ প্রদর্শন করেছেন। (87:4) এবং যিনি, উৎপাদন করেছেন তৃণক্ষেত্র; (87:5) এবং তারপর এটাকে করেছেন, কালো আবর্জনা। (87:6) আমরা তোমাকে পড়াবো, তাই তুমি ভুলবে না। (87:7) এই ছাড়া যা আল্লাহ ইচ্ছা করবেন; নিশ্চয় তিনি জানেন সকল প্রকাশ্য বিষয় এবং যা গুপ্ত রয়েছে। (87:8) আর আমরা তোমার জন্য সহজ করে দেব, সহজ। (87:9) তাই স্মরণ করিয়ে দাও, যদি স্মরণ করানোটা লাভ দায়ক হয়। (87:10) যে (আল্লাহর) ভয় করে সে মনোযোগ দেবে; (87:11) এবং যে দুশ্চরিত্রের সে এটা এড়িয়ে চলবে। (87:12) সে বিরাট আগুনে পুড়বে। (87:13) তারপর তাতে, না সে মরবে আর না সে জীবিত থাকবে। (87:14) অবশ্যই, যে নিজেকে শুদ্ধ করেছে সে সফল হয়েছে। (87:15) এবং তার পালনকর্তার নাম স্মরণ করে এবং নামায আদায় করে। (87:16) না, বরং! তোমরা এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, (87:17) যদিও পরকাল ভাল এবং চিরস্থায়ী। (87:18) প্রকৃতপক্ষে, এটা (লিখিত) রয়েছে পূর্ববতী ধর্মগ্রন্থে -- (87:19) ইব্রাহিমের ধর্মগ্রন্থে এবং মূসার।