বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(88:1) আচ্ছন্নকারী কেয়ামতের খবর তোমার কাছে (এসেছে) কি? (88:2) অনেক মুখমন্ডল, সেদিন অবনত হবে। (88:3) পরিশ্রান্ত ক্লান্ত। (88:4) তারা পুড়বে প্রচণ্ড গরম আগুনে। (88:5) তাদেরকে পান করানো হবে, একটি ফুটন্ত ঝরণা থেকে। (88:6) তিক্ত কাঁটাগাছ ব্যতীত তাদের জন্য কোন খাদ্য নেই। (88:7) এটা তাদেরকে পুষ্টও করবে না এবং ক্ষুধাও মেটাবে না। (88:8) অনেক মুখমন্ডল সেদিন আনন্দদায়ক হবে। (88:9) তাদের প্রচেষ্টার জন্য (তারা) সন্তুষ্ট। (88:10) উচ্চ জান্নাতে, (88:11) তাতে তুমি শুনবে না কোন অসার কথাবার্তা। (88:12) তাতে (থাকবে) প্রবাহিত ঝরণা। (88:13) তাতে (থাকবে) উচ্চে উত্থাপিত সিংহাসন, (88:14) এবং পানপাত্রগুলো (ঠিক) জায়গায় রাখা থাকবে। (88:15) এবং তাকিয়াগুলো (থাকবে) সারিসারি সাজানো, (88:16) এবং বিস্তারিতভাবে বিছানো কার্পেট। (88:17) তাই (তারা) কি লক্ষ্য করে না, উটের প্রতি -- কিভাবে (তাকে) সৃষ্টি করা হয়েছে? (88:18) আর আকাশের প্রতি -- কিভাবে এটা উচ্চ করা হয়েছে? (88:19) আর পাহাড়ের প্রতি -- কিভাবে (তাদের) স্থাপন করা হয়েছে? (88:20) আর পৃথিবীর প্রতি -- কিভাবে (তাকে) বিছানো হয়েছে?