বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(89:1) শপথ ফজরের, (89:2) এবং (শপথ) দশ রাত্রির, (89:3) এবং (শপথ) জোড়ের [জোড় সংখ্যার] এবং (শপথ) বেজোড়ের [বিজোড় সংখ্যার], (89:4) এবং (শপথ) রাত্রির যখন তা বিগত হয়। (89:5) সেটাতে আছে কি (কোনো) শপথ, তাদের জন্য যারা বোঝেন? (89:6) তুমি কি দেখো নি, কিভাবে তোমার পালনকর্তার `আদ-এর সাথে মোকাবিলা করেছিলেন? (89:7) ইরামের সাথে, (যারা ছিল) উঁচু স্তম্ভের অধিকারী? (89:8) যাদের মত (ক্ষমতাশালী) পৃথিবীর আর কোনো জাতিকে তৈরি করা হয় নি। (89:9) আর থামুদ -- যারা উপত্যকায় পাথর ক্ষোদন করতো? (89:10) এবং ফেরাউন -- পেরেকের [দুর্ধর্ষ সেনাদল] মালিক? (89:11) যারা, দেশে সীমালঙ্ঘন করেছিল? (89:12) অতঃপর তাতে বাড়িয়েছে দুর্নীতি? (89:13) তাই তাদের উপর, তোমার পালনকর্তার শাস্তির চাবুক নিক্ষেপ করেছিলেন! (89:14) নিশ্চয় (আর) অবশ্যই তোমার পালনকর্তার সতর্ক দৃষ্টি রাখেন। (89:15) আর মানুষের খেত্রে, যখন তার পালনকর্তার তাকে পরীক্ষা করেন, অতঃপর তাকে সম্মান দেন এবং তাকে অনুগ্রহ দান করেন -- তখন সে বলে, "আমার পালনকর্তা, আমাকে সম্মান দিয়েছেন।" (89:16) কিন্তু সে খেত্রে, যখন তিনি তাকে পরীক্ষা করেন এবং তার জন্য তার রিযিক পরিমিত করেন -- তখন সে বলে, "আমার পালনকর্তা আমাকে হীন করেছেন।" (89:17) মোটেই না! বরং তোমরা এতীমকে সম্মান কর না। (89:18) এবং দরিদ্রকে খাওয়ানোর উপর তোমরা আবেগ বোধ কর না। (89:19) এবং তোমরা পুরোপুরিভাবে ভক্ষণ কর উত্তরাধিকারীর সম্পত্তি। (89:20) আর তোমরা ধনসম্পত্তি ভালবাস, প্রচুর প্রেমের সঙ্গে।