বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(90:1) নাহ। আমি শপথ করছি এই শহরের, (90:2) যখন তুমি (হে মুহাম্মাদ ﷺ) মুক্ত এই শহরের মধ্যে। (90:3) আর (শপথ) জন্মদাতার এবং যা সে জন্ম দেয়। (90:4) অবশ্যই, আমরা মানুষকে তৈরি করেছি শ্রমনির্ভরের মধ্যে। (90:5) সে কি মনে করে যে কেউ তার উপর ক্ষমতাবান হবে না? (90:6) সে বলবে, "আমি তছনছ করেছি প্রচুর ধনসম্পত্তি।" (90:7) সে কি মনে করে যে তাকে কেউ দেখতে পায় না? (90:8) আমরা কি বানিয়ে দিই নি, তার জন্য দুটি চোখ? (90:9) এবং একটি জিহবা এবং দুটি ঠোঁট? (90:10) এবং আমরা তাকে পথ দেখিয়েছি - দুটি পথই। (90:11) কিন্তু সে খাড়া পথ ধরতে চায় না। (90:12) এবং কি তোমাকে জানতে দেবে, কী (সেই) খাড়া পথটা? (90:13) (এটা হল) একটি ক্রীতদাসকে মুক্তি দেওয়া; (90:14) অথবা, একটি তীব্র ক্ষুধার দিনে খাবার দেওয়া, (90:15) একটি নিকট সম্পর্কের এতীমকে; (90:16) অথবা, একটি ধুলি-ধুসরিত মিসকীনকে। (90:17) তখনই সে হল (তাদের) অন্তর্ভুক্ত -- যারা বিশ্বাস করে এবং পরস্পরকে উপদেশ দেয় ধৈর্য ধরার জন্য এবং পরস্পরকে উপদেশ দেয় সমবেদনার। (90:18) তারা হল ডান হাতের সঙ্গী। (90:19) কিন্তু যারা আমাদের আয়াতসমূহকে অবিশ্বাস করে, তারা হল বাম হাতের সঙ্গী। (90:20) তাদের উপর হবে পরিবেষ্টিত আগুন।