বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(91:1) শপথ সূর্যের এবং তার উজ্জ্বলতার, (91:2) এবং (শপথ) চন্দ্রের যখন এটি অনুসরণ করে, (91:3) এবং (শপথ) দিনের যখন এটি প্রকাশ করে, (91:4) এবং (শপথ) রাত্রির যখন এটা আচ্ছাদিত করে, (91:5) আর (শপথ) আকাশের এবং যা [যিনি] তাকে বানিয়েছে(ন), (91:6) এবং শপথ পৃথিবীর এবং যা [যিনি] এটি প্রসারিত করেছে(ন), (91:7) আর (শপথ) আত্মার এবং যা [যিনি] সুষম করেছে(ন), (91:8) তারপর তিনিই অনুপ্রাণিত করেছেন তার অসৎকর্ম এবং তার সৎকর্ম। (91:9) প্রকৃতপক্ষে, সেই সফল হয় যে এটাকে (তার আত্মাকে) শুদ্ধ করে; (91:10) এবং প্রকৃতপক্ষে, সেই ব্যর্থ হবে যে এটাকে (তার আত্মা) দূষিত করবে। (91:11) অস্বীকার করেছে থামুদ, তাদের অপরাধ দিয়ে; (91:12) যখন তাদের সব চাইতে পাপী লোকটিকে পাঠানো হল। (91:13) কিন্তু আল্লাহর রাসূল তাদেরকে বলল "এটা আল্লাহর উষ্ট্রী এবং এটা তার পানীয়।" (91:14) কিন্তু তারা তাকে অস্বীকার করল এবং তারা তাকে বধ করল, সুতরাং তাদের পালনকর্তার তাদের উপর ধ্বংস আনলেন, তাদের পাপের জন্য; এইভাবে তাদেরকে মাটিতে মিশিয়ে সমান করে দিলেন; (91:15) এবং তিনি তার বিরূপ পরিণতির ভয় করেন না।