বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(92:1) শপথ রাত্রির, যখন এটা ঢেকে দেয়; (92:2) এবং (শপথ) দিনের, যখন এটা আলোতে ঝলমল করে; (92:3) এবং (শপথ) তাতে [উনাতে] যা [যিনি] সৃষ্টি করেছে[ন] পুরুষ আর নারী। (92:4) নিশ্চয়, তোমাদের কর্ম-প্রচেষ্টা অবশ্যই বিচিত্র। (92:5) অতএব তার খেত্রে, যে ব্যক্তি (দান খয়রাত) দেয় এবং (আল্লাহকে) ভয় করে; (92:6) এবং উত্তম বিষয়কে বিশ্বাস করে; (92:7) তখন আমরা তাকে সহজ করে দেব, আরামের প্রতি যেতে। (92:8) আর তার ক্ষেত্রে, যে ব্যক্তি কৃপণতা করে এবং নিজেকে প্রয়োজন-মুক্ত ভাবে; (92:9) এবং অস্বীকার করে উত্তম বিষয়কে; (92:10) তখন আমরা তাকে সহজ করে দেব, কষ্ট ভোগের প্রতি যেতে। (92:11) এবং তার জন্য তার সম্পদ কাজে আসবে না, যখন সে ধসে পড়বে (জাহান্নামে)। (92:12) নিশ্চয়, আমাদের উপর হেদায়েত (দেত্তয়ার দায়িত্ব) । (92:13) এবং নিশ্চয় আমরাই মালিক - পরকালের এবং প্রথম জীবনের। (92:14) তাই আমি তোমাদেরকে সতর্ক করছি, একটি গন্গনে আগুনের। (92:15) কেউ পুড়বে না এতে, কেবল সে ছাড়া যে সবচেয়ে হতভাগ্য, (92:16) যে অস্বীকার করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে। (92:17) কিন্তু ধার্মিক ন্যায়নিষ্ঠ-কারীকে এটা (আগুন) থেকে সরানো হবে -- (92:18) যে দান করে তার সম্পদ, নিজেকে শুদ্ধ করার জন্য; (92:19) এবং না, কারোর থেকে কোনো উপকার পাত্তয়ার বিনিময়ে (সে দান করে) না; (92:20) শুধু তার সর্বোউচ্চ পালনকর্তার মুখ (সন্তুষ্টি) চাত্তয়ার চেষ্টা ছাড়া (সে দান করে না)।