বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(101:1) চরমসংকট! (101:2) কী (সেই) চরমসংকট? (101:3) এবং কী তোমাকে জানাবে, কী (সেই) চরমসংকট? (101:4) সেদিন হবে মানুষেরা, পতংগের মত বিক্ষিপ্ত; (101:5) এবং হবে পর্বতমালা, উলের মত ধুনিত। (101:6) তবে তার খেত্রে, যার দাঁড়িপাল্লা ভারী -- (101:7) সে তখন (হবে) একটি আরামপ্রদ জীবনের মধ্যে।