**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(69:1) সুনিশ্চিত প্রকৃত সত্য! (69:2) কি সেই সুনিশ্চিত প্রকৃত সত্য? (69:3) এবং কী তোমাকে জানাবে, কি (সেই) সুনিশ্চিত প্রকৃত সত্য? (69:4) থামুদ এবং আদ অস্বীকার করেছে আঘাতকারী চরম দুর্দশাকে। (69:5) সুতরাং সামুদের খেত্রে - তাদেরকে ধ্বংস করা হয়েছে চরম মাত্রার (বিস্ফোরণের) দ্বারা। (69:6) আর আদের খেত্রে - তাদেরকে ধ্বংস করা হয়েছে একটি হিংস্র [প্রচন্ড] তীক্ষ্ন গর্জনের ঝড়ের দ্বারা। (69:7) যা তিনি আরোপ করেছিলেন তাদের উপর অবিরতভাবে সাত রাত্রি এবং আট দিন; তাই তুমি দেখতে পাবে মানুষদের তাতে পড়ে আছে - খেজুর গাছের ফাঁপা গুঁড়ির মতো ।