**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(71:1) নিশ্চয় আমরা পাঠিয়েছি নূহকে তার সম্প্রদায়ের কাছে (এই বলে) যে, "সতর্ক করো তোমার সম্প্রদায়কে, তাদের উপরে একটি বেদনাদায়ক শাস্তি আসার আগে?" (71:2) সে বলল "হে আমার সম্প্রদায়! প্রকৃতপক্ষে আমি তোমাদের জন্য এক পরিষ্কার সতর্ককারী - (71:3) "যে এবাদত করো আল্লাহর এবং তাঁকে ভয় করো এবং আমাকে মেনে চলো। (71:4) তিনি ক্ষমা করবেন তোমাদের পাপের এবং তোমাদেরকে অবকাশ দেবেন একটি নির্দিষ্টকাল পর্যন্ত। নিশ্চয়ই যখন আল্লাহর নির্দিষ্টকাল আসবে, তখন তা পিছিয়ে যাবে না -- যদি তোমরা জানতে!" (71:5) সে বলল "হে আমার পালনকর্তা! অবশ্যই আমি আমার সম্প্রদায়কে দিন-রাত দাওয়াত দিয়েছি। (71:6) "কিন্তু আমার দাওয়াত, তাদেরকে পালিয়ে যাওয়াতে ছাড়া আর কিছুতে বৃদ্ধি করে নি। (71:7) "এবং সত্যিই আমি যখনই তাদেরকে দাওয়াত দিয়েছি, যাতে আপনি তাদেরকে ক্ষমা করেন, তারা তাদের আঙ্গুলগুলো তাদের কানের ভিতরে ভরে দেয় এবং তাদের কাপড় দিয়ে তারা নিজেদেরকে ঢেকে দেয় এবং জেদ করতে থাকে এবং অহংকারী হয় গর্বের সঙ্গে।