**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(73:1) হে বস্ত্রে জড়ানো (মানুষ)! (73:2) দাঁড়াও (নামাযে) রাতে শুধু একটু (সময়) ছাড়া। (73:3) তার অর্ধেক অথবা তার থেকে একটু কম। (73:4) অথবা যোগ করো তাতে (কিছু সময়), আর আবৃত্তি করো কুর`আন, ভালো রকম আবৃত্তির সঙ্গে। (73:5) নিশ্চয় আমরা তোমার উপর একটি ভারী বাণী চাপিয়ে দেবো। (73:6) নিশ্চয়ই রাতে উঠা খুব প্রবল এবং সবচেয়ে বেশী কার্যকর আর বেশী উপযুক্ত, শব্দের [আবৃত্তির] জন্য। (73:7) নিশ্চয়ই তোমার জন্য দিনের বেলায় রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা।