**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(75:1) না...। আমি শপথ করছি কেয়ামতের দিনের। (75:2) এবং না...। আমি শপথ করছি সেই আত্মার, যে নিজেকে ধিক্কার দেয়। (75:3) মানুষ কি মনে করে, যে আমরা কখনো তার হাড়গোড় জড়ো করবো না? (75:4) না! আমরা তার আঙুলগুলোর ডগা (পর্যন্ত) পুনরুদ্ধার করতে সক্ষম। (75:5) না, বরং! মানুষ তার আগে যা আছে (শরীয়তের সীমারেখা), তা ভেঙ্গে এগিয়ে যেতে চায়। (75:6) সে জিজ্ঞেস করলো "কখন কেয়ামতের দিনটা?" (75:7) কিন্তু যখন চমকে যাবে দৃষ্টি;