বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(78:1) তারা কি বিষয়ে একে অপরকে জিজ্ঞাসা করছে? (78:2) মহা খবরটি সম্পর্কে, (78:3) যে সম্পর্কে তারা তাতে মতানৈক্য করে। (78:4) মোটেই না! শীঘ্রই তারা জানতে পারবে, (78:5) তারপর (আবার বলছি) - মোটেই না! শীঘ্রই তারা জানতে পারবে। (78:6) আমরা কি পৃথিবীটাকে একটি আরামের জায়গা-রূপে তৈরি করিনি? (78:7) এবং পর্বতমালাকে পেরেক হিসাবে?