বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(79:1) শপথ, সেই ফেরেশতাগণের যারা ডুব দেয়, প্রবলভাবে; (79:2) এবং (শপথ) তাদের, যারা আত্মার বাঁধন খুলে দেয়, ধীরভাবে; (79:3) এবং (শপথ তাদের) যারা সাঁতার দেয়ার মত ভেসে চলে। (79:4) এবং যারা দ্রুতগতিতে অগ্রসর হয়; (79:5) এবং যারা ব্যাপারকে সাজিয়ে রাখে। (79:6) সেদিন কম্পিত করবে কম্পিতকারী, (79:7) তাকে অনুসরণ করবে, পরবর্তী ঘটনা;