বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(80:1) সে ভ্রূকুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল। (80:2) কারণ, তার কাছে এসেছিল অন্ধ মানুষটা। (80:3) কিন্তু, তোমাকে কী জানাবে, হয়তো সে (অন্ধ মানুষটা) নিজেকে শুদ্ধ করতে চেয়েছিল, (80:4) অথবা, সে স্মরণ করত আর অনুস্মরণটা উপকার হত? (80:5) আর তার ক্ষেত্রে -- যে ব্যক্তি নিজেকে প্রয়োজন-মুক্ত ভাবে, (80:6) তুমি তার প্রতি মনোযোগ দেখাচ্ছ। (80:7) এবং নেই তোমার উপর (কোন দোষ), যদি সে নিজেকে শুদ্ধ না করে।