বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(81:1) যখন সূর্যকে গুটানো হবে (অর্থাৎ: আলোহীন), (81:2) আর যখন নক্ষত্র নিস্তেজ হয়ে পড়বে, (81:3) আর যখন পর্বতমালাকে অপসারিত করা হবে, (81:4) আর যখন পূর্ণ-গর্ভা উষ্টীরা অবহেলিত হবে, (81:5) আর যখন বন্য পশুদের একত্রিত করা হবে, (81:6) আর যখন সমুদ্র গন্গনে আগুন হয়ে যাবে, (81:7) আর যখন আত্মাসমূহকে জোটবদ্ধ করা হবে,