বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(82:1) যখন আকাশ বিদীর্ণ হবে, (82:2) আর যখন নক্ষত্রগুলো বিক্ষিপ্ত হবে, (82:3) আর যখন সমুদ্রগুলো বিস্ফোরণ হবে, (82:4) আর যখন কবরগুলো বিক্ষিপ্ত হবে, (82:5) জানতে পারবে প্রত্যেক আত্মা, কী সে অগ্রে প্রেরণ করেছে আর (কী) পশ্চাতে ছেড়ে এসেছে, (82:6) হে মানব! তোমার মহামহিম পালনকর্তার সম্বন্ধে, কী (বা কে) তোমাকে ধোঁকা দিল। (82:7) যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তারপর সুঠাম করেছেন, তারপর সামঞ্জস্যপূর্ণ করেছেন,