বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(83:1) ধিক্ তাদের, যারা মাপে কম দেয়। (83:2) যারা, যখন মানুষের থেকে মেপে নেয়, তখন তারা পুরো মেপে নেয়, (83:3) কিন্তু যখন, তারা লোকদেরকে মেপে দেয় অথবা তারা তাদের ওজন করে দেয়, তখন তারা কম করে দেয়। (83:4) তারা কি চিন্তা করে না, যে তারা পুনরূজ্জীবিত হবে; (83:5) একটি ভীষণ দিনের জন্য; (83:6) যেদিন বিশ্বজগতের পালনকর্তার সামনে দাঁড়াবে মানবজাতি? (83:7) না না! নিশ্চয় (আর) অবশ্যই দুষ্কৃতিকারীদের খাতা হবে সিজ্জীনের মধ্যে।