বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(84:1) যখন আকাশ খন্ডবিখন্ড হবে; (84:2) এবং তার পালনকর্তার আদেশ পালন করবে, এবং দায়বদ্ধ হবে; (84:3) আর যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে; (84:4) এবং যা-কিছু এটাতে (পৃথিবীতে) রয়েছে তা সে বাইরে নিক্ষেপ করবে এবং খালি হয়ে যাবে; (84:5) এবং সে তার পালনকর্তার আদেশ পালন করবে এবং দায়বদ্ধ হবে। (84:6) হে মানবজাতি! প্রকৃতপক্ষে, তুমি প্রচেষ্টার সঙ্গে প্রচেষ্টা কর তোমার পালনকর্তার প্রতি, অতঃপর তাঁর সাক্ষাৎ পাবে। (84:7) আর তার ক্ষেত্রে, যে ব্যক্তিকে তার হিসাবের পুস্তক তার ডান হাতে দেওয়া হবে,