বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(85:1) শপথ নক্ষত্রপুঞ্জ ধারণকারী আকাশের, (85:2) এবং (শপথ) প্রতিশ্রুত দিনের, (85:3) এবং (শপথ) সাক্ষীদাতার আর যাতে সাক্ষী দেওয়া হয়। (85:4) ধ্বংসপ্রাপ্ত হয়েছে গর্তের সাথীরা, (85:5) (যে গর্তে ছিল) জ্বালানি দ্রব্য ভর্তি আগুন; (85:6) যখন তারা তার (কিনারার) উপর বসেছিল, (85:7) এবং তারা যা (অত্যাচার) করেছিল মুমিনদের [বিশ্বাসীদের] উপর, তাতে তারাই সাক্ষী আছে।