বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(86:1) শপথ আকাশের এবং (শপথ) তারিক্ক-টির। (86:2) কিন্তু কি তোমাকে জানতে দেবে, সেই তারিক্ক-টি কী? (86:3) (এটা) এক ভেদনকারী নক্ষত্র। (86:4) এমন কোনো আত্মা নাই, যার উপরে একটি তত্ত্বাবধায়ক নাই। (86:5) তাই মানুষকে দেখতে দাও, কি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে! (86:6) তাকে সৃষ্টি করা হয়েছে, সবেগে স্খলিত পানি থেকে। (86:7) (যা) নির্গত হয় মেরুদন্ড এবং বুকের পাঁজরের মধ্যে থেকে।