বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(88:1) আচ্ছন্নকারী কেয়ামতের খবর তোমার কাছে (এসেছে) কি? (88:2) অনেক মুখমন্ডল, সেদিন অবনত হবে। (88:3) পরিশ্রান্ত ক্লান্ত। (88:4) তারা পুড়বে প্রচণ্ড গরম আগুনে। (88:5) তাদেরকে পান করানো হবে, একটি ফুটন্ত ঝরণা থেকে। (88:6) তিক্ত কাঁটাগাছ ব্যতীত তাদের জন্য কোন খাদ্য নেই। (88:7) এটা তাদেরকে পুষ্টও করবে না এবং ক্ষুধাও মেটাবে না।