বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(89:1) শপথ ফজরের, (89:2) এবং (শপথ) দশ রাত্রির, (89:3) এবং (শপথ) জোড়ের [জোড় সংখ্যার] এবং (শপথ) বেজোড়ের [বিজোড় সংখ্যার], (89:4) এবং (শপথ) রাত্রির যখন তা বিগত হয়। (89:5) সেটাতে আছে কি (কোনো) শপথ, তাদের জন্য যারা বোঝেন? (89:6) তুমি কি দেখো নি, কিভাবে তোমার পালনকর্তার `আদ-এর সাথে মোকাবিলা করেছিলেন? (89:7) ইরামের সাথে, (যারা ছিল) উঁচু স্তম্ভের অধিকারী?