বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(92:1) শপথ রাত্রির, যখন এটা ঢেকে দেয়; (92:2) এবং (শপথ) দিনের, যখন এটা আলোতে ঝলমল করে; (92:3) এবং (শপথ) তাতে [উনাতে] যা [যিনি] সৃষ্টি করেছে[ন] পুরুষ আর নারী। (92:4) নিশ্চয়, তোমাদের কর্ম-প্রচেষ্টা অবশ্যই বিচিত্র। (92:5) অতএব তার খেত্রে, যে ব্যক্তি (দান খয়রাত) দেয় এবং (আল্লাহকে) ভয় করে; (92:6) এবং উত্তম বিষয়কে বিশ্বাস করে; (92:7) তখন আমরা তাকে সহজ করে দেব, আরামের প্রতি যেতে।