বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(96:1) পড়ো তোমার পালনকর্তার নামে -- যিনি সৃষ্টি করেছেন; (96:2) সৃষ্টি করেছেন মানুষকে, একটি আঁকড়ে থাকা পদার্থ থেকে। (96:3) পড়ো, এবং তোমার পালনকর্তা মহা দয়ালু। (96:4) যিনি শিক্ষা দিয়েছেন কলমের দ্বারা; (96:5) শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। (96:6) মোটেই না! নিশ্চয় (আর) অবশ্যই মানুষ সীমালংঘন করে। (96:7) কারণ, সে নিজেকে স্বয়ংসম্পূর্ণ [অভাবমুক্ত] মনে করে।