**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(69:15) তারপর সেই দিন ঘটবে সংঘটন [কেয়ামত]। (69:16) এবং আকাশ বিভক্ত হবে, কারণ সেদিন এটা হবে ভঙ্গুর; (69:17) এবং ফেরেশতারা থাকবে তার কিনারায় এবং তারা তোমার পালনকর্তার আরশকে [সিংহাসন] বহন করবে তাদের উপরে - সেদিন আট [আট জন]। (69:18) সেদিন তোমাদেরকে প্রদর্শিত করা হবে, তোমাদের মধ্যে কোনো গোপন বিষয় লুকানো থাকবে না । (69:19) সুতরাং (তার) খেত্রে, যে ব্যক্তিকে তার হিসাবের পুস্তক তার ডান হাতে দেওয়া হবে, সে বলবে, "এখানে, পড়ো আমার রেকর্ড [পুস্তক]! (69:20) প্রকৃতপক্ষে, আমি নিশ্চিত ছিলাম যে আমার হিসাবের সঙ্গে আমার দেখা হবে।" (69:21) তাই সে হবে একটি আরামপ্রদ জীবনের মধ্যে -