**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(70:15) কখনই না! প্রকৃতপক্ষে এটা নিশ্চয় (জাহান্নামের) একটি শিখা, (70:16) মাথার চামড়া তুলে দিবে। (70:17) এটা [জাহান্নাম] ডাকবে তাকে, যে ব্যক্তি তার পিঠ দেখিয়ে বিমুখ হয়ে চলে গিয়েছিল; (70:18) এবং [সম্পদ] জমা করেছিল এবং আগলিয়ে রেখেছিল। (70:19) নিশ্চয়ই মানুষকে তৈরি করা হয়েছে উদ্বিগ্ন-রূপে। (70:20) যখন তাকে স্পর্শ করে মন্দ, (সে হয়) দুর্দশাগ্রস্ত; (70:21) আর যখন তাকে স্পর্শ করে ভালো, (তখন সে) কৃপণতা করে;