**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(71:15) তোমরা কি দেখো নাই, আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন সাত আসমান স্তরে স্তরে? (71:16) এবং তার মধ্যে চাঁদকে করেছেন একটি আলো এবং সূর্যকে করেছেন একটি প্রদীপ? (71:17) আর আল্লাহ তোমাদেরকে উদগত করেছেন পৃথিবী থেকে, এক উৎপাদনরূপে। (71:18) তারপর তিনি তোমাদের ফিরিয়ে দেবেন তাতে এবং তোমাদের বের করে আনবেন একটি (নতুন) উৎপাটন-রূপে। (71:19) আর আল্লাহ তোমাদের জন্য পৃথিবীকে বানিয়েছেন একটি বিস্তীর্ণ স্থান। (71:20) যাতে তোমরা চলাফেরা করতে পারো তাতে, চওড়া পথে। (71:21) বললো নূহ "হে আমার পালনকর্তা! নিশ্চয় তারা আমাকে অমান্য করলো এবং অনুসরণ করলো তাকে, যে বৃদ্ধি করবে না তার সম্পদ এবং না তার সন্তান-সন্ততি, কেবল ক্ষতিগ্রস্ত ছাড়া।