**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(72:15) আর অন্যায়কারীদের খেত্রে - তারা হবে জাহান্নামের জন্য জ্বালানি।` (72:16) এবং যদি তারা কায়েম থাকত (সত্য)পথের উপর, নিশ্চয় আমরা তাদের পান করতে দিতাম প্রচুর পরিমানে পানি। (72:17) যাতে আমরা তাদেরকে পরীক্ষা করতে পারি তার দ্বারা। এবং যে কেহ মুখ ফিরিয়ে নেয় তার পালনকর্তার অনুস্মারক [কুরআন] থেকে, তিনি তাকে প্রবেশ করাবেন একটি কঠোর শাস্তিতে। (72:18) আর যে, মসজিদসমূহ হচ্ছে আল্লাহর জন্য, তাই ডেকো না আল্লাহর সাথে কাউকেও। (72:19) আর এটা যে, যখন আল্লাহর বান্দা তাঁকে ডাকার জন্যে দাঁড়িয়ে পড়লো, তারা (জিনেরা) তার চারদিকে একটি ঘন ভিড়ের মতো হয়ে গেলো। (72:20) বলো: "আমি শুধু আমার পালনকর্তাকে ডাকি, এবং আমি তাঁর সাথে কাউকেও শরীক করি না।" (72:21) বলো: "নিশ্চয় আমি ক্ষমতা রাখি না, তোমাদের কোনো ক্ষতি করার এবং না সঠিক পথ (দেখানোর)।"