**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(74:15) তারপর সে কামনা করে, যেন আমি আরো বাড়িয়ে দিই! (74:16) মোটেই না! নিশ্চয় সে হলো, আমাদের আয়াতসমূহে, একগুঁয়ে অমান্যকারী। (74:17) শীঘ্রই আমি তাকে ঢেকে দেব, কঠোর পরিশ্রমী শাস্তি দিয়ে। (74:18) নিশ্চয় সে চিন্তা করেছে এবং মেপে দেখেছে। (74:19) তাই সে ধ্বংস হোক - যেমন করে সে মেপে দেখেছে। (74:20) অতঃপর, সে ধ্বংস হোক - যেমন করে সে মেপে দেখেছে। (74:21) তারপর সে (আবার) দেখল।