**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(75:15) যদিও সে দেখায় তার অজুহাত। (75:16) এটা দিয়ে তোমার জিহবা দ্রুত গতিতে নাড়াচাড়া করো না, এটা তাড়াতাড়ি শেখার জন্যে। (75:17) নিশ্চয়ই (দায়িত্ব) আমাদের উপর - তার সংগ্রহ এবং তার আবৃত্তি। (75:18) তাই যখন আমরা এটা আবৃত্তি করি, তখন অনুসরণ করো তার আবৃত্তি। (75:19) অতঃপর নিশ্চয়ই আমাদের উপর (দায়িত্ব) তার ব্যাখ্যা করার। (75:20) কখনই না! কিন্তু তোমরা ভালবাস ক্ষণস্থায়ীকে [পার্থিব জীবনকে], (75:21) এবং ছেড়ে দাও [অবহেলা করো] পরকালকে।