**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(76:15) এবং তাদের মধ্যে রূপোর পাত্র পরিবেশন করা হবে এবং পানপাত্রগুলো হবে স্ফটিকের, (76:16) রূপোর স্ফটিক। তারা নির্ধারণ করবে তার পরিমাপ। (76:17) এবং তাদেরকে তাতে পান করানো হবে এক কাপ (পানীয়) - যানজাবীল মিশ্রিত। (76:18) তাতে আছে একটি ঝরণা, যার নাম `সালসাবীল`। (76:19) আর তাদের কাছে ঘোরাফেরা করবে চিরজীবী কিশোর বালকেরা। যখন তুমি দেখবে, তোমার মনে হবে তারা যেন ছড়ানো মুক্তো। (76:20) আর যখন তুমি দেখবে, তখন তুমি দেখতে পাবে নেয়ামত এবং একটি বিশাল রাজ্য। (76:21) তাদের উপর সবুজ সূক্ষ্ম সিল্কের পোশাক হবে এবং জরি দেওয়া এবং তাদের অলংকৃত করানো হবে রূপোর কঙ্কণ [বালা] দিয়ে, এবং তাদের পালনকর্তা তাদের পান করাবেন, বিশুদ্ধ পানীয়।