বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(78:15) যার দ্বারা আমরা উৎপন্ন করেছি শস্য এবং গাছপালা; (78:16) এবং পাতাঘন বাগান। (78:17) নিশ্চয় শেষবিচারের দিন নির্ধারিত হয়ে গেছে। (78:18) সেদিন শিঙ্গায় ফুঁক দেয়া হবে, আর তোমরা আসবে দলে দলে। (78:19) আকাশ খোলা হবে; তাতে (এটা) বহু দরজা-বিশিষ্ট হয়ে যাবে। (78:20) এবং পর্বতমালা স্থানান্তরিত হবে, হয়ে যাবে মরীচিকা। (78:21) নিশ্চয়, জাহান্নাম হবে প্রতীক্ষা-কারী --