বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(79:15) তোমার কাছে মুসার গল্প এসেছে কি? (79:16) যখন তার পালনকর্তা তাকে ডাকলেন পবিত্র তুয়া উপত্যকায় -- (79:17) "যাও, ফেরাউনের কাছে, নিশ্চয় সে সীমালংঘন করেছে। (79:18) আর বলো: "তুমি চাও কি, যে তুমি পবিত্র হও? (79:19) তাহলে আমি তোমাকে পথ দেখাব, তোমার পালনকর্তার দিকে, যাতে তুমি তাকে ভয় কর।" (79:20) তারপর সে তাকে দেখাল, একটি বিশাল নিদর্শন। (79:21) কিন্তু সে অস্বীকার করল এবং অমান্য করল।