বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(80:15) লেখকদের (ফেরেশতাদের) হাতে, (80:16) (যারা) সম্মানিত, কর্তব্যনিষ্ঠ। (80:17) ধ্বংস হয়েছে মানুষ, সে কত অকৃতজ্ঞ (অবিশ্বাসি)! (80:18) কি (তুচ্ছ) জিনিস থেকে তিনি তাকে সৃষ্টি করেছেন? (80:19) তিনি তাকে সৃষ্টি করেছেন একটি বীর্যের ফোঁটা থেকে, তারপর তাকে সুসমঞ্জস করেছেন; (80:20) তারপর, তিনি সহজ করেছেন তার জন্য, তার পথ; (80:21) তারপর, তিনি তার মৃত্যু ঘটান এবং কবরস্থ করেন।