বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(82:15) তারা আগুনে পুড়বে এতে (জাহান্নামে), শেষবিচারের দিনে। (82:16) এবং তারা এটা থেকে অনুপস্থিত থাকবে না। (82:17) এবং কি তোমাকে জানতে দেবে, শেষবিচারের দিনটা কী? (82:18) আবার (বলছি), কি তোমাকে জানতে দেবে, শেষবিচারের দিনটা কী? (82:19) সেদিন, একজন অন্য জনের জন্য কিছু করতে পারবে না, এবং কর্তৃত্ব সেদিন আল্লাহ্রই।