বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(83:15) মোটেই না! নিশ্চয় তারা সেদিন তাদের পালনকর্তা থেকে বঞ্চিত হবে। (83:16) তারপর, নিশ্চয় তারা পুড়বে জাহান্নামের আগুনে। (83:17) তারপর, এটা (তাদের) বলা হবে - "এটাই যাতে তোমরা অস্বীকার করতে।" (83:18) মোটেই না! নিশ্চয় (আর) অবশ্যই ধর্মপরায়ণদের খাতা হবে ইল্লিঊনে। (83:19) এবং কি তোমাকে জানতে দেবে "ইল্লিঊন" কী? (83:20) (এটা) একটি লিখিত খাতা। (83:21) এটাতে সাক্ষী দেবে নৈকট্যপ্রাপ্তরা।