বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(84:15) কেন আসবে না, নিঃসন্দেহ তার পালনকর্তা (সব সময়ে) তার প্রতি নজর রেখেছেন। (84:16) কিন্তু না! আমি শপথ করছি, গোধূলির লাল আভার; (84:17) আর (শপথ করছি) রাত্রির এবং যেটা (অন্ধকারে) আচ্ছন্ন করে; (84:18) এবং চন্দ্রের (শপথ) যখন সেটা পূর্ণরূপ ধারন করে -- (84:19) নিশ্চয় তোমরা এক স্তর থেকে অন্য স্তরে আরোহণ করবে। (84:20) সুতরাং, কী হয়েছে তাদের যে তারা ঈমান আনে না (বিশ্বাস করে না)? (84:21) আর যখন তাদের কাছে কুর`আন পড়া করা হয়, তারা সেজদা করে না?