বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(85:15) মহিমান্বিত সিংহাসনের (আরশের) অধিকারী। (85:16) তিনি যা চাহেন তাই করেন। (85:17) সৈন্যবাহিনীর সংবাদ তোমার কাছে এসেছে কি? (85:18) ফেরাউনের এবং থামুদের? (85:19) না, বরং! যারা অবিশ্বাস করা, তারা মিথ্যারোপে রত আছে। (85:20) কিন্তু আল্লাহ তাদের পেছন থেকে ঘেরাও করে রয়েছেন। (85:21) না, বরং! এটা একটি মহিমান্বিত কুর`আন,