বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(87:15) এবং তার পালনকর্তার নাম স্মরণ করে এবং নামায আদায় করে। (87:16) না, বরং! তোমরা এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, (87:17) যদিও পরকাল ভাল এবং চিরস্থায়ী। (87:18) প্রকৃতপক্ষে, এটা (লিখিত) রয়েছে পূর্ববতী ধর্মগ্রন্থে -- (87:19) ইব্রাহিমের ধর্মগ্রন্থে এবং মূসার।