বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(88:15) এবং তাকিয়াগুলো (থাকবে) সারিসারি সাজানো, (88:16) এবং বিস্তারিতভাবে বিছানো কার্পেট। (88:17) তাই (তারা) কি লক্ষ্য করে না, উটের প্রতি -- কিভাবে (তাকে) সৃষ্টি করা হয়েছে? (88:18) আর আকাশের প্রতি -- কিভাবে এটা উচ্চ করা হয়েছে? (88:19) আর পাহাড়ের প্রতি -- কিভাবে (তাদের) স্থাপন করা হয়েছে? (88:20) আর পৃথিবীর প্রতি -- কিভাবে (তাকে) বিছানো হয়েছে? (88:21) তাই স্মরণ করিয়ে দাও, তুমি কেবল একটি অনুস্মারক।