বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(89:15) আর মানুষের খেত্রে, যখন তার পালনকর্তার তাকে পরীক্ষা করেন, অতঃপর তাকে সম্মান দেন এবং তাকে অনুগ্রহ দান করেন -- তখন সে বলে, "আমার পালনকর্তা, আমাকে সম্মান দিয়েছেন।" (89:16) কিন্তু সে খেত্রে, যখন তিনি তাকে পরীক্ষা করেন এবং তার জন্য তার রিযিক পরিমিত করেন -- তখন সে বলে, "আমার পালনকর্তা আমাকে হীন করেছেন।" (89:17) মোটেই না! বরং তোমরা এতীমকে সম্মান কর না। (89:18) এবং দরিদ্রকে খাওয়ানোর উপর তোমরা আবেগ বোধ কর না। (89:19) এবং তোমরা পুরোপুরিভাবে ভক্ষণ কর উত্তরাধিকারীর সম্পত্তি। (89:20) আর তোমরা ধনসম্পত্তি ভালবাস, প্রচুর প্রেমের সঙ্গে। (89:21) না! যখন পৃথিবীটা চূর্ণ বিচুর্ণ হয়ে সমতল হয়ে যাবে;