বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(90:15) একটি নিকট সম্পর্কের এতীমকে; (90:16) অথবা, একটি ধুলি-ধুসরিত মিসকীনকে। (90:17) তখনই সে হল (তাদের) অন্তর্ভুক্ত -- যারা বিশ্বাস করে এবং পরস্পরকে উপদেশ দেয় ধৈর্য ধরার জন্য এবং পরস্পরকে উপদেশ দেয় সমবেদনার। (90:18) তারা হল ডান হাতের সঙ্গী। (90:19) কিন্তু যারা আমাদের আয়াতসমূহকে অবিশ্বাস করে, তারা হল বাম হাতের সঙ্গী। (90:20) তাদের উপর হবে পরিবেষ্টিত আগুন।