বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(92:15) কেউ পুড়বে না এতে, কেবল সে ছাড়া যে সবচেয়ে হতভাগ্য, (92:16) যে অস্বীকার করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে। (92:17) কিন্তু ধার্মিক ন্যায়নিষ্ঠ-কারীকে এটা (আগুন) থেকে সরানো হবে -- (92:18) যে দান করে তার সম্পদ, নিজেকে শুদ্ধ করার জন্য; (92:19) এবং না, কারোর থেকে কোনো উপকার পাত্তয়ার বিনিময়ে (সে দান করে) না; (92:20) শুধু তার সর্বোউচ্চ পালনকর্তার মুখ (সন্তুষ্টি) চাত্তয়ার চেষ্টা ছাড়া (সে দান করে না)। (92:21) এবং নিশ্চয়, সে শীঘ্রই সন্তুষ্টি লাভ করবে।