বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(96:15) মোটেই না! নিশ্চয় (আর) অবশ্যই যদি সে না থামে আমরা (তার) কপাল পুড়িয়ে কালো করব। (96:16) একটি কপাল -- মিথ্যাচারী, পাপিষ্ঠ। (96:17) অতএব, সে ডাকুক তার সহযোগীদের। (96:18) আমরাও ডাকবো, জাহান্নামের প্রহরীদেরকে। (96:19) মোটেই না! তার আজ্ঞা পালন করো না, বরং সিজদা করো আর নৈকট্য অর্জন কর (আল্লাহর)।