বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(80:21) তারপর, তিনি তার মৃত্যু ঘটান এবং কবরস্থ করেন। (80:22) তারপর যখন তিনি চাইবেন, তাকে পুনরুজ্জীবিত করবেন। (80:23) না, মোটেই না! সে পূর্ণ করেনি (অর্থাৎ, আদেশ পালন করেনি), তাকে তিনি যা আদেশ করেছেন। (80:24) সুতরাং, মানুষ লক্ষ্য করুক তার খাদ্যের দিকে -- (80:25) কেমন করে আমরা বর্ষণ করেছি পানি, প্রচুর পরিমানে; (80:26) তারপর, আমরা বিদীর্ণ করেছি পৃথিবীকে চৌচির করে (কচি পল্লবের সাথে)। (80:27) তারপর তাতে আমরা উৎপন্ন করেছি শস্য; (80:28) এবং আঙ্গুর আর সবুজ শাকসবজি, (80:29) এবং জলপাই আর খেজুর, (80:30) এবং ঘন গাছপালাময় বাগান, (80:31) এবং ফল আর ঘাস; (80:32) (এই সব কিছু) খোরাক হিসেবে - তোমাদের জন্য আর তোমাদের জন্তুদের জন্য। (80:33) কিন্তু যখন আসবে কান-ফাটানো আওয়াজ -- (80:34) সেদিন মানুষ পালাবে - তার ভাই থেকে, (80:35) এবং তার মাতা ও পিতা থেকে, (80:36) এবং তার পত্নী আর সন্তানদের (কাছ থেকে)। (80:37) সেদিন প্রত্যেক মানুষ, তার নিজের ব্যাপার নিয়ে, ব্যতিব্যস্ত হয়ে যাবে। (80:38) সেদিন কিছু মুখমন্ডল উজ্জ্বল হবে, (80:39) হাস্যময়, আনন্দমুখর; (80:40) এবং কিছু মুখমন্ডল, সেদিন তাদের উপর হবে ধূলো-বালি,